মো. আসাদ উল্লাহ
ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় কাম ফর রোড চাইল্ড (সিআরসি) স্কুলের ২০২৪-২৫ অর্থবছরের ক্লাস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার -০১ নভেম্বর- বিকেল সাড়ে ৪টায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি ইমদাদুল হক- সাবেক সভাপতি ও প্রথম স্কুল পরিচালক মো. শাহীদ কাওসার- সাবেক সিনিয়র স্কুল শিক্ষিকা মোহসিনা খাতুন- সাবেক স্কুল পরিচালক ও বর্তমান সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান- বর্তমান স্কুল পরিচালক মো. সাইফুল ইসলাম এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। ক্লাস উদ্বোধন করেন সিআরসি স্কুলের সিনিয়র শিক্ষিকা মোহসিনা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সিআরসি শাখার বর্তমান সহ-সভাপতি মো. মোরছালিন ইসলাম। এ সময় সাবেক সভাপতি মো. শাহীদ কাওসার বলেন- সিআরসি সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। আমরা মৌলিক অধিকার শিক্ষা প্রদানে কার্যক্রম চালিয়ে যাবো।
সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বলেন- আমরা আমাদের স্কুল কার্যক্রম চালিয়ে যাচ্ছি শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা তাদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী ও নৈতিক শিক্ষা প্রদানে সচেষ্ট থাকবো- ইনশাআল্লাহ। বর্তমান সভাপতি ইমদাদুল হক বলেন- সিআরসি সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বদা কার্যক্রম চালিয়ে যাবে- যার মধ্যে স্কুল পরিচালনা আমাদের অন্যতম।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮