ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত 'বি' ইউনিটের অধীন কলা অনুষদভুক্ত চারুকলা বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলাভবনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় আবেদনকারীদের মধ্যে ১০৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। যা মোট আবেদনকারীর ১৭.৮৬ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৪৯২ জন। চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম প্রমুখ।
আইসিটি সেল সূত্র অনুযায়ী, বিভাগটিতে ভর্তির জন্য ৩০টি আসনের বিপরীতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে আবেদন করেছিল ৫৯৯ জন। যা আসনপ্রতি আবেদন দাঁড়ায় ২০টি। এতে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) জন্য ৯টি, ‘বি’ ইউনিটের (মানবিক) জন্য ১৫টি ও ‘সি’ ইউনিটের (বাণিজ্য) জন্য ৬টি আসন বরাদ্দ রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮