প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৩, ১০:৩৯ এ.এম
ইবিতে শুরু হলো শেখ রাসেল স্মৃতি আন্ত-হল বিতর্ক প্রতিযোগিতা।।

ইবি প্রতিনিধি।।
শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী শেখ রাসেল স্মৃতি আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়েছে। শেখ রাসেল হলের আয়োজনে ও বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় এটি আয়োজিত হচ্ছে।
রবিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় শেখ রাসেল হলের টিভি রুমে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. দেবাশীষ শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, একই বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম, সহকারী প্রক্টর ইয়ামিন মাসুম, চারুকলা বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম, অনিন্দিতা হাবিবী এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফিরোজ খান। এছাড়া বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আবু হুরাইরা ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সহ বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির নেতৃবৃন্দ এবং সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আটটি আবাসিক হলের আটটি দল অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম পর্বের বিতর্কে শহীদ জিয়াউর রহমান হলকে হারিয়ে শেখ রাসেল হল, সাদ্দাম হোসেন হলকে হারিয়ে দেশরত্ন শেখ হাসিনা হল, লালন শাহ হলকে হারিয়ে খালেদা জিয়া হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে পরাজিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সেমিফাইনাল পর্বে তাদের অবস্থান নিশ্চিত করেন।
সোমবার (১৬ অক্টোবর) বিকাল ৪টা আয়োজিত হবে বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব। এবং মঙ্গলবার (১৭ অক্টোবর) চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২