ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেহেরপুর স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (মেসডা) নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি এস এম মাহমুদুল তামিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী। অন্য অতিথিদের মধ্যে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উপর রেজিস্টার গাউসুল আজম, কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক রবিউল ইসলাম, সংগঠনটির উপদেষ্টা শাহাবুদ্দিন, গনিত বিভাগের সহকারী রেজিস্টার আমানুল্লাহ। এছাড়া সংগঠনটি সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হাফিজসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুনায়েদ ইসলাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আর সাথী বলেন, 'একত্রিত হওয়া আর এক হওয়া দু'টি স্বতন্ত্র বিষয়। ইচ্ছা করলে সবাই একত্রিত হতে পারে কিন্তু এক হওয়া মানে হচ্ছে হৃদয়ে একাত্মতা ধারণ করা। আজ তোমরা এখানে সবাই একত্রিত নয় এক হয়েছে। এই এক হওয়াকে তোমরা ধারাবাহিকতাভাবে বজায় রাখবে। তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমরা মানবিক মানুষ হও। এই বিশ্ববিদ্যালয়ে জেলার সম্মান অক্ষুন্ন রাখতে সর্বদা তোমরা সতর্ক থাকবে।'
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এবং প্রবীণ সদস্যদের বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮