ইবি প্রতিনিধি:
দিনভর নানা আয়োজনে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি বিভাগ। গতকাল (১০ জানুয়ারি) শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি করে তারা। পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিক উদযাপন শুরু হয়।
বিকেলে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক কমিটি। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দি গানের তালে তালে আয়োজিত কনসার্টের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।
তিনি ফেসবুক স্টাটাসে লিখেছেন, জুলাই আন্দোলনের পরবর্তী নতুন বাংলাদেশে অনেক কিছু থেকেই বিরত থাকার কথা ছিল! যেটা আইসিটি (ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ) বিভাগের রিইউনিয়নের আয়োজক কমিটি নির্দ্বিধায় করেছে। আমি একজন বাংলাদেশী হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হিন্দি গানের সাথে।
এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পুনর্মিলনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা ছিল, কিন্তু হিন্দি গানের তালে তালে কনসার্ট করা অপ্রত্যাশিত। যা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্যের সাথে যায় না। আমি প্রথমে বিরোধিতা করছিলাম। কিন্তু আয়োজক কমিটিতে কারা আছে তাও জানানো হয়নি।’
জানা যায়, সন্ধ্যায় মাগরিবের পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। প্রথম দিকে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা একক ও যৌথ পারফর্মেন্স করেন। এছাড়া রম্য কৌতুক উপস্থাপন করা। রাত ৮ টার পর পারফরম্যান্স করতে স্টেজে ওঠেন ‘মিজান এন্ড ব্রাদার্স’। প্রায় ৯:১৫ পর্যন্ত কনসার্ট চলছিল। বাংলা, আধুনিক ও হিন্দি গানের সংমিশ্রণে দর্শক মাতালেন ওই ব্যান্ড।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮