প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৪, ১১:৪২ এ.এম
ইবিতে এবার গাছ লাগিয়ে গাছ কাটার প্রতিবাদ।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে-ইবি-এবার অভিনব পন্থায় মঞ্চ তৈরির জন্য গাছ কেটে ফেলার প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। মঙ্গলবার-৫ মার্চ-সকাল সাড়ে ১০টায় মঞ্চ তৈরির স্থানে কাটা গাছগুলোর জায়গায় বিভিন্ন জাতের চারটি গাছের চারা রোপন করেছেন তারা। রোপনকৃত গাছগুলোতে ঝুলানো হয়েছে সতর্কবার্তাও। তাতে লেখা রয়েছে ‘গাছ কাটা নিষেধ’।
সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, প্রশাসনের বৃক্ষ নিধনের প্রতিবাদে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আমরা সাংস্কৃতিক চর্চার বিরোধী নয়, তবে মঞ্চটি এমন জায়গায় স্থাপন করা হোক যেখানে একাডেমিক কার্যক্রমের বিঘ্ন না ঘটিয়ে অবাধ সাংস্কৃতিক চর্চার সুযোগ থাকবে।
এদিকে বেলা ১১টায় একই স্থানে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধনে গাছ কাটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
এছাড়া বৃক্ষনিধন করে মঞ্চ তৈরির পক্ষে বিপক্ষে দিনব্যাপী গণমতামত কর্মসূচি পালন করেছে ছাত্রমৈত্রী ইবি শাখা। পরবর্তীতে শিক্ষার্থীদের এসব মতামত সংযুক্ত করে প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দেবে সংগঠনটি৷ এছাড়া মঞ্চ তৈরির স্থান পরিবর্তনসহ পাঁচ দফা দাবিতে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের জোট ঐক্যমঞ্চ।
ঐক্যমঞ্চের আহবায়ক রাবেয়া আক্তার বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক এবং সবাই যাতে সুন্দরভাবে সাংস্কৃতিক চর্চা করতে পারে। আর মঞ্চ তৈরির স্থান পরিবর্তন করে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নষ্ট না হয় এমন জায়গায় মঞ্চ তৈরি করতে হবে। এবং যে গাছগুলো কাটা হয়েছে তার সমপরিমাণ অর্থের গাছ লাগাতে হবে।
উল্লেখ্য, বৈশাখী মঞ্চ তৈরি করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই যুগের পুরনো তিনটি কড়ইগাছ কেটে ফেলা হয়েছে৷ এছাড়াও মঞ্চ তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে দুই একাডেমিক ভবনের মাঝের জায়গা। এ নিয়ে গত দুইদিন ধরে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২