আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুর ৪ আসন (চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা) স্বতন্ত্র এম'পি প্রার্থী মুজাহিদ বেগের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬শে ডিসেম্বর) দুপুর ৩ ঘটিকায় তেলিবাড়ি ঘাট তার নিজ বাড়িতে সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভাটিতে মুজাহিদ বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা থেকে প্রথম বারের মতো বেগ পরিবারের একজন সন্তান (চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা) ফরিদপুর ৪ আসনে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠ দিনের পর দিন, রাতের পর রাত গ্রাম থেকে গ্রাম, ইউনিয়ন থেকে ইউনিয়ন চোষে বেড়াচ্ছি শুধু ফরিদপুর ৪ আসনের মানুষের কল্যাণের জন্য।
"ফরিদপুর ৪ আসন এবং ফরিদপুর জেলা সহ- ১৯৩০ সাল থেকে গরিব অসহায় নিরীহ মানুষের কল্যাণে, আমার দাদা, বাবা, আমরা নয় ভাই এবং বেগ পরিবার সহ- এলাকাবাসীকে সাথে নিয়ে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস, শুধু এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রাম করেছি। "উল্লেখ করে বলেন, আমি এমপি হবার আগেই জনগণের যাতে কল্যাণ হয় এই ধরনের অনেক প্রতিষ্ঠান করেছি, স্কুল থেকে শুরু করে কলেজ,
মাঠ, মসজিদ, মাদ্রাসা হসপিটাল এমন কোন কল্যাণমুখী কাজ নাই যে আমরা করি নাই। তিনি বলেন কলেজে পড়াশোনা থাকা-খাওয়া, জামা কাপড়, পড়াশুনা সংক্রান্ত এমন কাজ নাই যে আমরা ফ্রিতে করি নাই। সবকিছুর উদ্দেশ্য আমার এলাকাবাসী ফরিদপুরের লোকজন যাতে ভালো থাকে।
"তিন বলেন আমার বড় ভাই ডাঃ মহাসিন বেগ এর উদ্যোগ এবং আমার ভাইদের এবং প্রিয় এলাকাবাসীর সহযোগিতায় আমরা আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে একক পরিবারে এককভাবে ৩৭০০০ হাজারের বেশি মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়ার জন্য যে চেষ্টা করা হয়েছে, অপারেশন করা হয়েছে তা ছিল সম্পূর্ণ ফ্রি বাচ্চা কাচ্চাদের পড়াশোনা উপবৃত্তি সহ শতশত হাজার হাজার ছাত্র-ছাত্রীকে ফ্রিতে উপবৃত্তি দিয়ে থাকি সেটা হচ্ছে রাজনীতির বাইরে থেকে। আমি এম'পি হই অথবা না হই, এই মানুষের কল্যাণে আমরা যে কাজগুলো করি এগুলো আজীবন চলতে থাকবে। যততিন এই পরিবার থাকবে যতকাল বেগ পরিবারের সামর্থ্য থাকবে।
১০ বছরের বেশি সময় ধরে ফরিদপুর জেলার এবং ফরিদপুর ৪ এর এর যুবকদের নিয়ে আমরা ব্যাপক কাজ করে আসছি হাজার হাজার ছেলেদেরকে খেলার মাঠে আনা, মসজিদে নেয়া এ ধরনের কাজগুলো আমার প্রতিনিয়তই করি, এইবার ও আমি যেখানে (ফুটবল,ক্রিকেট) খেলার মাঠ নাই সেখানে ২৫০টার উপরে মাঠ লিস নিয়ে দিয়েছি।
যেখানে মাঠ সংস্কার করে দেয়া দরকার সেখানে মাঠ সংস্কার করে দিয়েছি, হাজার হাজার যুবকদেরকে জার্সি কিনে দিয়েছি ফুটবল কিনে দিয়েছি, যেন আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা তারা (মাদক, লুডু, জুয়া) খেলা থেকে অপকর্ম থেকে, যেন মাঠে ফিরে আসে। শুধু মাঠে আসলেই হবে না মাঠ থেকে তাদের মধ্যে দিন ঢুকতে হবে, ইসলাম ঢুকতে হবে, কিংবা সে যে ধর্মেরই হোক, ওই ধর্মীয় অনুসরণ করবে। ধর্মীয় নীতিবোধ ওই যুবকের মধ্যে থাকবে, তাহলে আমরা সুন্দর একটা যুব সমাজ তৈরি করতে পারব। যখন যুবক সমাজ সুন্দর পথে অগ্রসর হবে তখন সুন্দর একটি সমাজ তৈরি করতে পারব। তিনি বিশ্বাস করে যুবকদের শক্তি সবচাইতে বড় শক্তি,
"শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে মাদক নির্মূল আমাদের বড় একটা প্রোগ্রাম। আমি দীর্ঘদিন যাবত মাদকের জন্য যুদ্ধ ঘোষণা করেছি, শুধু মুখ দিয়ে যুদ্ধ ঘোষণা করিনি, হৃদয় থেকে যুদ্ধ ঘোষণা করেছি, যেন এই অঞ্চল মাদক থেকে দূরে থাকে। এজন্য একটা মাদকাসক্ত ছেলেকে আমি বুকে টেনে নেই, ভালোবাসা দেই, তাদেরকে আমি চাকরির ব্যবস্থা করার চেষ্টা করি, ব্যবসা-বাণিজ্য ধরে দেয়ার চেষ্টা করি, যতটুক আমাদের সামথ্যের মধ্যে আছে, কারন আমি মনে করি, ফরিদপুর ৪ আসনে ওই ছেলেটা আমারই ভাই, আমারি বন্ধু, আমারি আত্মীয়-স্বজন পরিবার পরিজন।
"আমি যদি এমপি হতে পারি- "কল্যাণ মুখি" যে কাজগুলো সেগুলো আরো ব্যাপকভাবে হবে, আপনাদের সকলকে সাথে নিয়ে বাংলাদেশের মধ্যে ফরিদপুর ৪ কে একটা মডেল হিসেবে তৈরি করতে চাই, এখানে একটা মায়ের কোলে একটা শিশু নিরাপদে ঘুমাবে, একটা মা তার ঘরের দরজা খুলে যেন ঘুমাতে পারে, এমন একটা নিরাপদ ও ইনসাবের ফরিদপুর ৪ তৈরি করতে চাই, যেখানে থানার দালালি, চাঁদাবাজি, গাইবি মামলা, থাকবে না প্রতিহিংসা, যে যেই দলই করুক, যেই দলেরই হোক যেই মতের মানুষ হন, আমরা একসাথে সুন্দর ভাবে বসবাস করতে চাই, কারণ এটা আমার জন্মভূমি, আমি যেখানে থাকি না কেন ওখানে আমাকে ফিরে আসতে হবে, এই এলাকা প্রিয় গাজীরটেক ছাড়া, এই চরভদ্রাসন ছাড়া, আমার ও আমার পরিবারের যাওয়ার কোন জায়গা নাই, আপনারা (চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা) জনগণ আমার সঙ্গে থাকেন কেননা আমি আপনাদেরই সন্তান।
"তিনি আরো অভিযোগ করে বলেন প্রতিনিয়তই আমি বাধার সম্মুখীন হচ্ছি, সাধারণ মানুষের ভালোবাসা থাকার কারণে, আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত মাঠের টিকে আছি, আরো আশা করেন নির্বাচনে শেষ দিন পর্যন্ত নির্বাচনের মাঠে টিকে থাকবো ইনশাল্লাহ, জনগণের ভালোবাসা ও শক্তি নিয়ে। আরো বলেন আমি সরকারের কাছ থেকে আশ্বস্থ হয়েছি, ইতিহাসের সবচাইতে সুন্দর নির্বাচনে এবার হবে, জনগণকে তিনি আরো আশ্বাস দেন ইতিহাসের সবচাইতে সুন্দর নির্বাচন এইবার হবে আপনারা আশ্বস্থ থাইকেন। এবং ইতিহাসের সবচাইতে সুন্দর এবং জনবান্ধব প্রশাসন, কল্যাণমুখী প্রশাসন, ফরিদপুর ৪ এ এবং ফরিদপুর জেলায় এখনো বিরাজমান, আমি প্রতিদিনই হুমকি- সম্মুখীন হই বাধার সম্মুখীন হই, আমাকে হুমকি দিয়ে কোন লাভ নাই, এমন হইছে আমি উঠান বৈঠক দিতে গেছি আমাকে বাধা দেয়া হয়েছে, আমি অনেক কিছু ফেসবুকে পোস্ট করেছি সেই সাথে প্রশাসনকে জানিয়েছি, সব ডকুমেন্ট আমার কাছে রেখেছি, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি যেন সুন্দরভাবে নির্বাচন শেষ করতে পারি। যারা আমাকে বাধা দেয় কষ্ট দেয় তারাই আমার ভাই, আমি তাদেরকে কষ্ট দিতে চাই না, আপনারা আমাকে ভালোবাসুন, এলাকাকে ভালবাসেন, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করুন, মানুষের মন জয় করুন আশা করব, ফরিদপুর ৪ এ সুন্দর একটা নির্বাচন, তৈরি হবে ইনশাল্লাহ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮