আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসন মডেল মসজিদে শুক্রবার(১৯ ডিসেম্বর) বাদ জুমা হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মোঃ মোয়াজ পেশ ইমাম ও খতিব মডেল মসজিদ।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা দেন, শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান (হাদির) রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে আল্লাহ তায়ালার দরবারে মরহুম হাদির রুহের মাগফিরাত কামনা ও তাঁর পরিবার-পরিজন যেন, এই শোক সইতে পারে সে জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এই দোয়ায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
উপস্থিত মুসল্লিরা বলেন, শহীদ ওসমান (হাদির) মতো আদর্শবান মানুষ সমাজে খুবই প্রয়োজন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮