স্টাফ রিপোর্ট সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে ১১ কক্ষের একটি মার্কেট নির্মাণ করা হচ্ছে। সরকারি অর্থ ব্যয়ে ইউএনও সাদিয়া আফরিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসন বাবু অবৈধভাবে এই মার্কেট নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই মার্কেটে দোকান বরাদ্দ দেওয়ার চেষ্টা চলছে। শাহজাদপুর উপজেলা বাসদের আহ্বায়ক আইনজীবী আনোয়ার হোসেন বলেন, ‘সরকারি জায়গায় সরকারি অর্থ ব্যয় করে এ ধরনের মার্কেট নির্মাণের মাধ্যমে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবেন তা পরিষ্কার বোঝা যাচ্ছে।’ তিনি এর নিন্দা জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই খবরে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে।
স্থানীয় সমাজকর্মী কার্টুনিস্ট আব্দুল মজিদ সরদার বলেন, ’ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে এই মার্কেট নির্মাণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ।’
উপজেলা পরিষদের উন্নয়ন কমিটির সদস্য ও পোরজনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসন বাবুর কাছে এ বিষয়ে তথ্য মিলেছে। বাবু বলছেন, গত ২৫ ফেব্রুয়ারি উন্নয়ন কমিটির মিটিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন তিনি। মিটিংয়ের শেষ পর্যায়ে ইউএনও সাদিয়া আফরিন বলেন, ওই জায়গায় একটা কাজ করা হবে। তবে কী কাজ করা হবে তা ইউএনও উল্লেখ করেননি। এ বিষয়ে কমিটিতে কোনো সিদ্ধান্ত হয়নি। ওই মিটিংয়ের পর তড়িঘড়ি করে মার্কেট নির্মাণ শুরু হয়।
উপজেলা প্রকৌশলী নূর নবী খান এবং প্রকল্প কর্মকর্তা রাশিদুল হাসান বলেন, তারা এ বিষয়ে কিছু জানেন না। তবে ইউএনও সাদিয়া আফরিন এর দায় অস্বীকার করেছেন। তিনি বলছেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নিয়ে এটা করা হচ্ছে। এটি উপজেলা পরিষদের ব্যাপার।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান দাবি করেন, বিভিন্ন ধরনের আলোচনা আসায় কাজটি বন্ধ করে রাখা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি এ বিষয়ে বিস্তারিত বলেননি। কী ধরনের আলোচনা এসেছে বা কোন নিয়মে এই মার্কেট করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি।
এ বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানও কিছু জানেন না। তিনি বলন, ‘বিষয়টি আমার জানা নেই। আমাকে কউ কিছু জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮