
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজিতে করে মাদক নিয়ে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় কবির হোসেন নামে এক চালকের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মধ্যে পাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় সিএনজিটি সড়কের ম্যানহোল পড়লে এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় সিএনজির ভেতর থেকে এক বস্তাভর্তি গাজা উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি নাছির উদ্দিন জানায়, নিহত কবির হোসেন, রূপগঞ্জ উপজেলা ব্রাহ্মন্দীগ্রামের সদর আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে সিএনজি যোগে আশপাশের এলাকায় মাদক সরবরাহেন সঙ্গে জড়িত ছিলো বলে ধারণা করা হচ্ছে। মাদক পরিবহনের সময় দ্রুত গতিতে সিএনজি চালিয়ে যাওয়া পথে দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।