তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে দায়েরকৃত একটি অপহরণ মামলার এজাহারনামীয় আসামি মো. শিমুল হাসান -২১- ও মো. আবু সাঈদকে -৩৮- একটি যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন, র্যাব।
রবিবার -৪ মে- রাতে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক –মিডিয়া- ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া শিমুল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর চরিত্রা হাজারি –চাপারহাট- এলাকার মো. আবু সাঈদের ছেলে। আর আবু সাঈদ একই এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে।
র্যাব জানায়, গত ২৬ মার্চ আনুমানিক সকাল ০৯.৩০ মিনিটে লালমনিরহাট কালীগঞ্জ থানার চামটাহাট ক্লিনিকের সামনে থেকে ভুক্তভোগীকে জোরপূর্বক অপহরণ করে আসামি মো. মিদুল হাসান ও তার সহযোগীরা। পরে ভুক্তভোগীর বাবা কালীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এরপর শনিবার -৩ মে- সন্ধ্যা আনুমানিক ৬.১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া থানার জিরানী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-১৩, সদর কোম্পানি ও র্যাব-৪, সিপিসি-২, ক্যাম্প। সেই অভিযানে মামলার এজাহারনামীয় উল্লিখিত দুই আসামিকে গ্রেপ্তারসহ ভুক্তভোগীকে উদ্ধার করে র্যাব।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুই আসামিসহ ভুক্তভোগীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮