মোঃ আসিফুজ্জামান আসিফ,
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রীপুর আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবৎ গ্যাস সরবরাহে চরম সংকট বিরাজ করছে। এ এলাকার হাজার হাজার শ্রমজীবী পরিবার ও সাধারণ জনগণ প্রতিদিনের জীবনে অমানবিক ভোগান্তির শিকার হচ্ছেন।
বিশেষ করে, গ্যাসের চাপ একেবারেই কম থাকায় রান্নার কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ভোর থেকে গভীর রাত পর্যন্ত গ্যাস না থাকায় নারী, শিশু ও শ্রমজীবী জনগণকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে। গ্যাসের এই সংকটের কারণে এলাকাবাসীকে অতিরিক্ত ব্যয়ে বিকল্প জ্বালানির (সিলিন্ডার, কাঠ, ইত্যাদি) উপর নির্ভর করতে হচ্ছে, যা তাদের জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।
মাননীয় মহোদয়, আমরা পূর্বে ২৪/০৫/২০২৫ ইং তারিখে আশুলিয়া তিতাস গ্যাস জোনাল বিপণন গ্যাস অফিসে ইঞ্জিনিয়ার খাদেমুল স্যারের নিকট এই বিষয়ে লিখিত আবেদন দাখিল করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর ফলে শ্রীপুরের জনগণের দুঃখ-দুর্দশা দিন দিন বাড়ছে।
এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি,
1. শ্রীপুর আবাসিক এলাকায় গ্যাস সরবরাহের মান উন্নয়নের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক।
2. গ্যাস লাইনের প্রয়োজনীয় মেরামত, রক্ষণাবেক্ষণ ও চাপ বৃদ্ধির ব্যবস্থা করা হোক।
3. সমস্যার সমাধানের অগ্রগতি সম্পর্কে এলাকাবাসীকে অবহিত করা হোক।
মাননীয় মহোদয়, আমাদের আবেদনটি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে অতি দ্রুত গ্যাস সংকট নিরসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করছে শ্রীপুরের সর্বস্তরের মানুষ
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮