প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ১২:৪৯ পি.এম
আশুলিয়ায় এম এ মতিন ও তার স্ত্রী’র গ্রে’প্তারে’র দা’বি’তে মা’নবব’ন্ধন

সিনিয়র ষ্টাফ রিপোর্টার,
সাভারের আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু এম এ মতিন ও তার স্ত্রী মরিয়ম বেগমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। সোমবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এই মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী, এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ১২ বছর ধরে আশুলিয়ার গাজীরচট প্যারাগন পোল্ট্রির সামনে ২১ বিঘা জমি নিয়ে এম এ মতিন, পিন্স আক্তার বাবলু, ইকবাল, আব্দুল মতিন, রহিম খাঁন, মিসেস রুমি, ফাহিমা মাহমুদ ও সালাউদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল।
বক্তারা জানান, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আসাদউল্লাহ আহমেদ দুলাল ওই জমির পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহণ করেন। এরপর জমিতে প্রবেশের চেষ্টা করলে রবিবার ভোরে দুর্বৃত্তরা সেখানে ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ভুক্তভোগীরা আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, শীর্ষ ভূমিদস্যু এম এ মতিন আশুলিয়ার গাজীরচট এলাকায় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করে আসছেন। তার নামে আশুলিয়া থানায় রয়েছে অর্ধশতাধিক অভিযোগ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মতিন, তার স্ত্রী মরিয়ম ইয়াসমিন ও ছেলে ওয়াসিমের নামে থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
এলাকাবাসীর অভিযোগ, গাজীরচট এলাকায় এম এ মতিনের বিশাল প্রাসাদোপম বাংলো রয়েছে, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন না। বাড়িটি সিসিটিভি ক্যামেরায় মোড়ানো এবং সন্দেহজনকভাবে সুরক্ষিত।
তারা জানান, প্রায় এক বছর আগে আশুলিয়ার চারাবাগ এলাকায় জমি দখল করতে গেলে স্থানীয় জনতা তাকে, তার স্ত্রী ও ছেলেকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপরও তিনি আগের মতোই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এম এ মতিন ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, দাবি না মানা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২