চট্টগ্রাম ব্যুরো:
আশা- বিশ্বের শীর্ষতম ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে স্বীকৃত। আশা একটি সম্পন্ন বিদেশি অনুদানমুক্ত আত্মনির্ভরশীল সংস্থা।১৯৯১ সালে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করে এই সংস্থাটি।
২৪ নভেম্বর সোমবার, চট্টগ্রাম নগরীর হোটেল দি এলিনার হল রুমে, আশা চট্টগ্রাম ডিভিশনাল অফিস কর্তৃক, চট্টগ্রাম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আশা'র সার্বিক কার্যক্রম সম্পর্কিত মত বিনিময় সভায় এসব কথা বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মিনহাজুর রহমান,
পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম।

আশা'র ডিভিশনাল ম্যানেজার এম,এম নফিজ মাহমুদের সভাপতিত্বে ও
আশা'র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায়, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।
উক্ত অনুষ্ঠানের শুরুতেই আশা'র কার্যক্রম উপস্থাপন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ সাইদুল ইসলাম চৌধুরী, সিনিয়র এডিশনাল ম্যানেজার আশা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন,আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭ টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লক্ষ ২৩ হাজার সদস্যকে ঋণ সেবা প্রদান করেছে যাদের নিকট ঋণ স্থিতি ১৫৪৭ কোটি টাকা।২০২৫-২৬ অর্থ বছরে ৩ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। আশা - চট্টগ্রাম বিভাগে ৮৮০ টি কেন্দ্রে ২৪১০৮ জন শিক্ষার্থী নিয়ে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরন কার্যক্রম চালু হয়েছে। ৫ টি স্বাস্থ্যকেন্দ্র ৪৭৬৩৬ জন রোগী সেবা গ্রহণ করেন। ২ টি ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে ৭২৩৬ জন অপারেশন বিহীন হাঁটু -কোমর-ঘাড়-হাতে ব্যাথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস,ডিস্ক প্রলেপসহ সকল প্রকার জয়েন্টের সমস্যার চিকিৎসা গ্রহণ করেন।
সদস্যদের বীমাদাবি পরিশোধ করা হয়েছে ৬৭০জন ৩৩.৫০ লক্ষ টাকা, সদস্যকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে ১৭৬ জন ৭.৪৪ লক্ষ টাকা। সদস্যের মৃত্যুজনিত দাফন- কাফনে ৫ হাজার টাকা করে ৬৭০ জনকে ৩৩.৫০ লক্ষ টাকা সহায়তা প্রদান,৬৫ জনকে ৯.৭৫ লক্ষ টাকা এককালীন অবসর ভাতা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ২৪০০ টি। প্রতিমাসে ৭ জন গরীব মেধাবী ছাত্র/ছাত্রীকে এককালীন ২.৫২ লক্ষ টাকা করে প্রদান করা হয়। এছাড়াও সরকারি সকল দিবসে আশা'র প্রতিনিধিগণ অংশগ্রহণ গ্রহণ করে থাকেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮