নুর মোহাম্মদ কক্সবাজার,
আলেমগণ নিজেরাই বিভেদ তৈরী করলে বাংলাদেশে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্রের সম্ভাবনা পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। বিভেদ করার সময় নাই। আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে। সমস্ত হিংসা-বিদ্বেষ, পারস্পরিক ঘৃণা ভুলে সবাইকে একই মঞ্চে আসতে হবে।
বুধবার (২ জুলাই) দুপুরে কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার ক্যাম্পাসে আয়োজিত "আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি বিষয়ক কর্মশালায়" প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইংরেজি আন্তর্জাতিক ভাষা হলেও আরবি ভাষার বিশ্বব্যাপী সুখ্যাতি রয়েছে। প্রকৃত জ্ঞান ও আরবী ভাষা শিক্ষার মাধ্যমে আগামী দিনে দেশ ও সমাজ গঠনে জামিয়ার ছাত্রদের তৈরি করতে হবে।
উপদেষ্টা বলেন, কক্সবাজারে মসজিদ ভিত্তিক গণশিক্ষার পাশাপাশি ৭১ টি মন্দিরে শিশু শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, কোরআন হাদিসের আলোকে, যুগের সাথে তাল মিলিয়ে আলেম- ওলামাদের পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে। বাংলা, আরবির পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষায় মনযোগী হতে হবে। তিনি বলেন, মানব সেবার জন্য অর্থ বড় বিষয় নয়, প্রকৃত মানব সেবার মানসিকতার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র নীতি বাক্য দিয়ে সমাজ ও দেশ বদলানো যাবেনা। দারিদ্র্য বিমোচন ও মানুষের দূর্যোগে ছুটে যেতে হবে। দেশ ও সমাজকে বদলাতে গেলে উম্মাহর জন্য উপকারী শত সহস্র কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, মদিনা বিশ্ববিদ্যালয়ের মদিনা প্রফেসর ও গবেষক ড. যায়েদ বিন মুহাম্মদ, সৌদি প্রশিক্ষক ড. বরিক বিন মুহাম্মদ, ড. সাউদ বিন আবদুল আজিজ, ড. মনছুর বিন আবদুল আজিজ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের শায়খুল হাদিস আবদুল গফুর নদিম। সমাপনী বক্তব্য রাখেন চট্টগ্রাম জামিয়াতুন নুর আল আলামিয়ার পরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামযা।
ঢাকাস্থ সৌদি দূতাবাসের তত্বাবধানে জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) সার্বিক সহযোগিতায় জামিয়ার সপ্তাহ ব্যাপী শিক্ষক-শিক্ষার্থীদেরকে আরবি ভাষা ও ইসলামি সংস্কৃতি কর্মশালা প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালিত হচ্ছে। গত রবিবার বিকেলে সৌদি মেহমানরা কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) প্রাঙ্গণে পৌছলে তাদের অভ্যর্থনা জানানো হয়।
প্রশিক্ষণ কোর্স সম্পর্কে হাফেজ মাওলানা সালাহুল ইসলাম জানান, সৌদি দূতাবাসের তত্বাবধানে বিশ্ববিখ্যাত গবেষকগণ আরবী ভাষা ও ইসলামি সাংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ দিবেন। যা আরবি ভাষা ও সাহিত্যে বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য, জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার পথ সুগম করার নিমিত্তে বহির্বিশ্বের নানান বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনে সক্ষম হয়েছে। গত বছর ২৪ জুলাই বিশ্বের অন্যতম ইসলামি শিক্ষাকেন্দ্র মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক সনদের সমতা চুক্তি (মুয়াদালা) সম্পন্ন হয়। যা জামিয়ার ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্য।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮