প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৩:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ২:৫৪ পি.এম
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মাজিদ আল মামুন মেহেরপুর,
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন -২০২৫ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল হক।
শনিবার (৫ জুলাই), সকাল ৯ টার দিকে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে কোনরকম বিরতিহীনভাবে বেলা ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৩ জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম।
সভাপতি পদে নাহিদ হাসান ১৭ ভোট ও ইউনুছ আলী মন্ডল ১৪ ভোট পেয়ছেন। দু'জনের মধ্যে প্রতিদ্বন্দিতায় ৩ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন নাহিদ হাসান।
সাধারণ সম্পাদক পদে আল আমীন হোসেনকে ১ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন নাজমুল হক শাওন।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে আব্দুল্লাহ হক ও সাইফুল হুদা।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম ও সোহেল তামজীদ।
এছাড়াও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ শরীফ, সাংগঠনিক সম্পাদক সন্জু আহমেদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, ধর্ম বিষয়ক সম্পাদক ইকলাচ উদ্দীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী ফারুক আহাম্মদ সোহাগ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন আলী, প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান এবং কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে সেলিম রেজা, আরিফুল ইসলাম ও খন্দকার সালাউদ্দিন মুক্তার।
সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি আশানুরূপ পরিলক্ষিত হয়।
এদিকে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করতে চুয়াডাঙ্গা থেকে দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, সময় টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ আহমেদ ও দৈনিক আজকের বাংলা'র স্টাফ রিপোর্টার মাজিদ আল মামুনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত হন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২