প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৪:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ৪:১৪ পি.এম
আমেরিকা থেকে দেশে ফিরেই গ্রেপ্তার আ’লীগনেতা গিয়াসউদ্দিন চেয়ারম্যান

কক্সবাজার অফিস
আমেরিকা থেকে দেশে ফেরার পথে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন আওয়ামী লীগনেতা গিয়াসউদ্দিন চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান।
শুক্রবার (২৩ মে) ৫টায় আমেরিকা থেকে স্ত্রীসহ ফেরার পথে মিরসরাই থানার করা একটি মামলায় তাকে আটক করা হয়।
গিয়াসউদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পরে তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে আটক করে মিরসরাই থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে চট্টগ্রামে নিয়ে আসে। পরে শনিবার (২৪ মে) তাকে আদালতে সোপর্দ করা হয় বলে মিরসরাই থানার পুলিশ জানিয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২