এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আগামী ২৬ ডিসেম্বর পাইকগাছায় শুভাগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌর সদরের আল-আমিন ট্রাস্টে উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোঃ সাইদুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। এসময়ে তিনি আমীরে জামায়াত আগমন উপলক্ষে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার- কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান- জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম- অধ্যক্ষ গাউসুল আলম হাদী- জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম- প্রভাষক নুরুজ্জামান- গোলাম কুদ্দুস- জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট লিয়াকত আলী, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলার সভাপতি আবুজার গিফারী- থানা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ- থানা সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন- বায়তুল মাল সম্পাদক মাওঃ আব্দুল খালেক,সুরা সদস্য মাওঃ আতাউর রহমান- কর্ম পরিষদ সদস্য মাওঃ আঃ কুদ্দুস- মাওঃ আব্দুল হান্নান, পৌর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন- পাইকগাছা কলেজের ছাত্র শিবিরের সাবেক সভাপতি জিএম আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সাংবাদিক বৃন্দ।