প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৬:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৩:৪৭ পি.এম
আমাদের সংকট এখনো শেষ হয় নাই- খলিলুর রহমান ইব্রাহিম

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আলহাজ্ব আ. ন. ম. খলিলুর রহমান ইব্রাহীম বলছেন, আমাদের সংকট এখনো শেষ হয় নাই। সামনে আরও সংকট আছে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সকল প্রকার সংকটের মোকাবেলা করতে হবে। বাংলাদেশের কৃষকের মার্কা ধানের শীষ মার্কা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপি কে জয়যুক্ত করে দেশের উন্নয়নের সুযোগ দিন। বোয়ালী খাস প্রধান এলাকা তাই খাসবাসীর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।
তিনি খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা ও তারুণ্যে অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে দীর্ঘায়ু কামনা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বোয়ালী ইউনিয়ন শাখার উদ্যেগে বুধবার ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিন এ সব কথা বলেন।
বোয়ালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো.আলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক অরুন প্রসাদ মজুমদার বিশেষ ছিলেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. শফিকুর রহমান মাষ্টার, বোয়ালী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো.জিন্নত আলী খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম মাহাবুর হোসাইন, কালিয়াকৈর উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক মো. আব্দুল মালেক খান, কালিয়াকৈর উপজেলা কৃষক দলের আহবায়ক মো.হাজী আব্দুল হান্নান, কালিয়াকৈর উপজেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাড. মো. আজিজুল হক। অনুষ্ঠান পরিচালনা বোয়ালী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক করেন মো. হুমায়ুন কবির।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২