সাইফুল্লাহ নাসির
আমতলী -বরগুনা- প্রতিনিধি।।
বরগুনার আমতলীতে গোপন সংবাদের ভিত্তিতে ২ কেজি গাঁজা সহ মোহাম্মদ মিলন মোল্লা -৪০- ও গোলাম রাব্বি -২৫- নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনা জেলা ডিবি পুলিশ।
৫ই জুলাই শুক্রবার সকাল ৭.১০ মিনিটের সময়ে বরগুনা জেলা ডিবি পুলিশের এস,আই ইমাম হোসেন ও এস- আই রুবেল হোসেনের নেতৃত্বে সঙ্গীও ফোর্স সহ আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের চৌরাস্তা এলাকা থেকে ২ কেজি গাঁজা সহ বরিশাল থেকে আসা দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত হলো বরিশাল কোতোয়ালি থানার রুপাতলী গ্রামের মৃত্যু সিকান্দার মোল্লার ছেলে মোহাম্মদ মিলন মোল্লা ও বরিশাল সিটির ২৩ নং ওয়ার্ডের তাজ কাঠী গ্রামের মৃত্যু আয়ুব আলীর ছেলে গোলাম রাব্বি।
ডিবি পুলিশ জানান- আসামীরা দীর্ঘদিন যাবত এ এলাকায় মাদক ব্যবসা করতো। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আজ সকালে আমতলীতে মাদক বিক্রি করতে আসবে তাই আমরা আগ থেকেই এদেরকে আটক করার জন্য আমতলী শহরের বিভিন্ন স্হানে অবস্থান গ্রহণ করি এবং এক পর্যায়ে এদেরকে আটক করতে সক্ষম হই।
বরগুনা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ -ওসি- মোঃ বশির আলম জানান- আজ সকালে ২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আমতলী পৌরসভার চৌরাস্তা থেকে আটক করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন মাদক ব্যবসা করতো এবং এদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ বিকেলে আদালতে সোপর্দ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮