শেখ জাবেদ আহমদ, সিলেট মহানগর প্রতিনিধি:
আপ বাংলাদেশ'র আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আগামী ৬ মাসের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত আহ্বায়ক কমিটিতে সাদমান আলমকে আহ্বায়ক, আব্দুর রহমানকে যুগ্ম আহ্বায়ক, সাইফুর রহমান মাসুমকে সদস্য সচিব, আবিদ আহমদ ও ডা.রুবেল আহমদকে যুগ্ম সদস্য সচিব করা হয়।
ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ হলেন- নাইমুজ্জামান সানি, সাদিকুর রহমান, আনু মিয়া, অপূর্ব দাস অপু, নুর মোহাম্মদ, জুবায়ের আহমদ, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ সাদিকুল ইসলাম, আবুল হাসান, তারেক আহমদ নাহিদ, সাইফুর রহমান নাহিদ, আফজল হোসেন, মুসলিম উদ্দিন, আলতাফ আল মাহমুদ, আব্দুল খালেক, রাজিব মোহাম্মদ রায়হান, ফজলে রাব্বি রাহি, মিজান উদ্দিন, মোহাম্মদ আসআদুর রহমান আল ফারুক, মুজাহিদুল ইসলাম চৌধুরী, বদরূদ্দিন নাহিদ, তারেক মনাওয়ার, ফখরুল ইসলাম, কামিল আহমদ, রুহুল আমীন কামরুল, সায়মা আক্তার, ফারুক আহমদ, শাব্বির আহমদ, জাহেদ বিন সাবিত. আব্দুল মুনিম, সাফওয়ান আহমদ, ফারুক আহমদ, মেহেদী হাসান রিয়াদ, আল মোহাইমিন বিন আইনুল, মোহমদ শাহ নেওয়াজ খান, মোহাম্মদ মইন আব্দুল্লাহ, মোহম্মদ মাসুম আহমেদ, রাফসান আলম, মাহির ফয়সাল, মাহবুব আহমেদ, সাইফূর রাব্বি, রনি ইসলাম, তৌহিদ রায়হান, নাহিদ আহসান সিদরাত, ইমন হোসেন।
সিলেট জেলা আহ্বায়ক কমিটির প্রধান বলেন, “আপ বাংলাদেশ আমাদের জুলাই রক্ষার আন্দোলন। সিলেটে ছাত্র-জনতা জুলাইতে লড়াই করেছে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। আশা করি সিলেটের ছাত্র-জনতা আমাদের সাথে যুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে। পাঁচ আগষ্টের পর আমাদের নতুন আকাঙ্ক্ষায় আমরা চেয়েছিলাম সমাজ, দেশ নতুন করে সাঁজাবো। বর্তমান প্রজন্ম কিংবা আগামী প্রজন্মের জন্য আমাদের আকাঙ্ক্ষা বারবার ভেঙে যাচ্ছে বিদ্যমান রাজনীতির কাছে। তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের সিলেট। আমরা দেখেছি কীভাবে সর্বদলীয় জোটের মাধ্যমে সাদাপাথর, ভোলাগঞ্জ পাথর ও বালু লুটপাট করা হয়েছে। আর এই লুটপাটকারীরা আমাদেরই পরিচিত মুখ।
আমাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্র যাদের আমাদের ভ্যাট-ট্যাক্সের টাকায় লালন করেছে, তারাই জড়িত থেকেছে এই লুটপাটের রাজনীতিতে। তাই, আমরা আমাদের ভ্যাট-ট্যাক্সের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দায়বদ্ধ শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের পথচলা শুরু করেছি।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা নাগরিক সমাজ মনে করছে, দীর্ঘদিনের অস্থিরতা ও হতাশার পর এই কমিটি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠবে।
বিশেষ করে-ফ্যাসিবাদ প্রতিরোধ: জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে কর্তৃত্ববাদী রাজনীতির অবসান ঘটাতে হবে।
আধিপত্যবাদ ভাঙা: একক আধিপত্যের বদলে সমান অংশগ্রহণের ভিত্তিতে ন্যায্য রাজনীতি গড়ে তোলা।
ধর্মবিদ্বেষমুক্ত সমাজ: ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান মর্যাদা ও সহাবস্থান নিশ্চিত করা।
দুর্নীতির বিরুদ্ধে অবস্থান: স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার ভিত্তিতে রাজনীতি চর্চার প্রতিশ্রুতি।
“নতুন আহ্বায়ক কমিটি শুধু একটি সাংগঠনিক কাঠামো নয়, বরং এটি ফ্যাসিবাদবিরোধী, দুর্নীতিমুক্ত এবং মানবিক সমাজ বিনির্মাণের মূল শক্তি হয়ে উঠুক। পরিবর্তনের ডাকে জনগণ আজ পরিবর্তনের অপেক্ষায়। তাদের বিশ্বাস, নতুন আহ্বায়ক কমিটি সেই নেতৃত্বই দেবে, যা স্বপ্ন দেখাবে ন্যায়, অধিকার, সাম্য ও গণতান্ত্রিক চেতনার নতুন ভোর।
জানা যায়, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আত্মপ্রকাশের পর থেকেই এই তরুণ রাজনৈতিক প্ল্যাটফর্মটি ধারাবাহিকভাবে মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে তাদের কমিউনিকেশন টিম সহ কমিঠি ঘোষণা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার সিলেট জেলার জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হলো। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত রাজনীতির পথে নতুন আহ্বায়ক কমিটি দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে গঠিত হলো আপ বাংলাদেশে সিলেট জেলা নতুন আহ্বায়ক কমিটি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতি—এই চারটি অভিশাপকে দূর করার অঙ্গীকার নিয়ে তাদের যাত্রা শুরু। রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইউনাইটেড পিপলস বাংলাদেশ ( ইউপিবি/আপ বাংলাদেশ) জুলাই গণঅভ্যুত্থান শক্তির একটা রাজনৈতিক উদ্যোগ। বাংলাদেশে মধ্যম ডানপন্থী ধারার (Centre-Right) রাজনৈতিক আদর্শ অনুসরণ করে জুলাই অভ্যুত্থান কে বিপ্লবে রুপান্তর করাই এর উদ্দেশ্য। রক্তরাঙা জুলাই চেতনার-অনুপ্রেরণার ভিত্তিতে বাংলাদেশে ফ্যাসিবাদের মূলৎপাটন, আধিপত্যবাদ বিরোধী, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দলীয় আভ্যন্তরীণ পরিবেশ থেকে রাষ্ট্রীয় কাঠামো পর্যন্ত সুস্থ ও টেকসই গণতান্ত্রিক চর্চা চলমান রাখতে চাই আমরা। দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস, ধর্মবিদ্বেষের বিপরীতে ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের পক্ষে আমাদের বুলন্দ আওয়াজ থাকবে সবসময়ই৷ ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে গঠিত ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) সিলেট জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা হলো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮