হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
টিউনের টাইটেল দেখে অনেকেই অবাক হচ্ছেন এটা কি করে সম্ভব। কারন সব মোবাইলে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকে না হোক না কেন সেটা অনেক দামি মোবাইল। আসলে এটা একটা শখের ব্যাপার। কথায় আছে না শখের দাম লাখ টাকা। কিন্তু যাদের শখ আছে কিন্তু টাকা নেই তাদের নিয়েই আমার আজকের টিউন।
আমাদের মোবাইলে যেহেতু ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাই তাই আমরা ক্যামেরার সেন্সর দিয়ে কাজ করব। এ জন্য আমাদের একটি এপস লাগবে। এপটি আপনারা প্লে স্টরে পাবেন। প্লে স্টরে ICE UNLOCk লিখে সার্চ দিলে প্রথমে একটি এপ দেখবেন। সেটি ইনস্টল করে স্টেপ গুলো অনুসরণ করুন। ভালোভাবে সেটাপ করতে না পারলে কাজ করবেনা। প্রয়োজনে নিচের ভিডিওটী আগে দেখে নিতে পারেন, তাহলে আর সমস্যা হবেনা আশা করি।
https://youtu.be/9othCbvQ7tw
এপটি যদি সেটআপ করতে না পারেন বা বুজতে কোন অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। সমাধান দেয়ার চেষ্টা করব।
এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। কারন এই চ্যানেলে কোনো ফেইক ভিডিও দেয়া হয়না।
এই ওয়েবসাইটে যদি আপনার কোনো চ্যানেল বা সাইটের পোস্ট দিতে চান তাহলে যোগাযোগ করুন
Facebook Page www.facebook.com/allbanglatricks পেইজে গিয়ে মেসেজ দিন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে জানান।
কিভাবে পোস্ট করতে হয় শিখিয়ে দেয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮