চঞ্চল,
লালমনিরহাটের আদিতমারীতে এক দুঃসাহসিক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও মাদকজাতীয় পানীয়সহ আয়না বেগম নামে এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী মহিষতুলী এলাকায় আসামির নিজস্ব বাড়িতে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে র্যাব সদস্যরা ওই নারীর শয়নকক্ষে প্রবেশ করে এবং ব্যাপক তল্লাশি শুরু করে। একপর্যায়ে কক্ষের খাটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা দুটি বড় প্লাস্টিকের বস্তার সন্ধান পায় র্যাবের আভিযানিক দলটি। ওই বস্তাগুলো থেকে ৩১১ বোতল এসকাফ, ৯৮ বোতল ফেনসিডিল এবং ১৩৩ বোতল ফেয়ারডিলসহ মোট ৫৪২ বোতল মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আয়না বেগম ওই এলাকার মোঃ সমির উদ্দিন ওরফে সমুর স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে যে, আয়না বেগম ও তার স্বামী দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তারা বিভিন্ন গোপন উৎস থেকে এসব নেশাজাতীয় দ্রব্য সংগ্রহ করে পরে অভিনব কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে পাচার ও খুচরা বিক্রি করতেন।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে র্যাবের এই কঠোর অভিযান ও নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি সংবাদমাধ্যমকে আশ্বস্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮