প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৪:৪৬ পি.এম
আত্মগোপনে থেকে ফেইসবুকে পোস্ট দিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি।।
মোঃ ফারুক মিয়া -সিলেট।।
ছাত্র–জনতার অভ্যুত্থানের তোপের মুখে দেশ ছেড়ে যান আওয়ামীলীগের সভা নেত্রী শেখ হাসিনা তারপর একে একে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা ৫ আগস্ট থেকে পলাতক রয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম। তাঁর অবস্থান ভারতে বলে জানা গেছে বিভিন্ন মাধ্যম থেকে তবে সেটা কতটুকু সত্যি তা জানা যায় নি । ছাত্রলীগ নেতা নাজমুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা হয়েছে। আত্মগোপনে থাকার দীর্ঘ পৌনে দুই মাস পর হঠাৎ ফেইসবুকে এসে একটি পোস্ট করেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল।
বৃহস্পতিবার-২৬ সেপ্টেম্বর- বিকেলে নিজের ফেইসবুক একাউন্টের দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমাদের অসংখ্য নেতাকর্মীর বাসাবাড়ি ভাঙ্গচুর এবং জ্বালিয়ে দেয়া হয়েছে- আপনাদের এই দুর্দিনে রাজপথে প্রতিরোধ প্রতিবাদ করা সম্ভব হয়নি বলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এইসব অন্যায় হামলা মামলা মোকাবিলায় প্রতিরোধ এবং প্রতিবাদ করতে না পারার ব্যর্থতা সংগঠনের সর্বোচ্চ দায়িত্বশীল হিসেবে অবশ্যই আমাকে নিতে হবে এবং আমি এই দায়ভার মাথা পেতে নিচ্ছি।
পোস্টে তিনি আরও লিখেন- আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং দীর্ঘ লড়াই সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে, যেহেতু দীর্ঘদিন আমরা সরকারে ছিলাম সেখানে স্বাভাবিকভাবেই আমাদের ভুলত্রুটি হয়েছে- অনেক সময় ক্ষমতার অপব্যবহার হয়েছে। প্রশাসন এবং সরকারের বিভিন্ন স্তরে অবশ্যই কিছু না কিছু দুর্নীতি লুটপাট হয়েছে, এর ফলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের এত এত উন্নয়নের পরেও স্বাভাবিকভাবেই জনগণের মনে আমাদের নিয়ে কিছুটা ক্ষোভ বিক্ষুব্ধ রয়েছে। এই ক্রান্তিকাল অতিক্রম করতে হলে আমাদেরকে অবশ্যই আত্মসমালোচনা আত্মউপলব্ধি করতে হবে। পাশাপাশি সুপরিকল্পিতভাবে ভবিষ্যতে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। অতীতের ভুলত্রুটি শুধরে নিজেদেরকে ঐক্যবদ্ধ করে একসাথে সম্মিলিতভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২