পাবনা প্রতিনিধি।।
পাবনার আটঘরিয়া উপজেলার অসহায় প্রতিবন্ধী, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতি গ্রস্থ পরিবারের মাঝে হুইল চেয়ার, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া।
আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, চাঁদভা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাবান আলী, আওয়ামী লীগ নেতা বাঁধন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ৩০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও প্রাকৃতিক দৃর্যোগে ক্ষতি গ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮