মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী সিরাজগঞ্জ যমুনা পাড়ের আঞ্চলিক ইজতেমা। আজ রোববার বেলা ১১টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়।
মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের সূরা ও ফয়সাল সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম। মোনাজাতে বিশ্ব মুসলিম, দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এ সময় হাজার হাজার মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমার মাঠ।
এর আগে শুক্রবার সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টের পাশে যমুনা নদীর তীরে। তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়। সিরাজগঞ্জ জেলা তাবলিগ জামায়তের (নিজাম উদ্দিন অনুসারী) আয়োজনে এ ইজতেমায় ২ লক্ষর বেশি মুসল্লি অংশগ্রহণ করেন।
সিরাজগঞ্জের ৯ উপজেলাসহ পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মাদারীপুরসহ বিভিন্ন জেলা থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হয়। এ ছাড়াও সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের তাবলিগের সাথি ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নাতের কথা আলোচনা করেন।
সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, শান্তিপূর্ণ পরিবেশে ৩ দিনের আঞ্চলিক ইজতেমা সমাপ্ত শেষ হয়েছে। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন। তাদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮