এস এম রনি, স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি চাষাড়া এলাকা থেকে শুরু হয়ে নতুন কোর্ট সংলগ্ন জেলা পরিষদ ভবনের সামনে দিয়ে সাইনবোর্ড এলাকার দিকে অগ্রসর হয়। মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুই থেকে আড়াই শতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোডাউন করেন। এ সময় তারা “আওয়ামী সন্ত্রাসীদের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না” বলে শ্লোগান দেন।মিছিলের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সাময়িক যানজটের সৃষ্টি হলেও কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফতুল্লা থানা পুলিশ সতর্ক অবস্থানে ছিল বলে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮