প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৩, ৯:২১ এ.এম
আওয়ামীলীগ সরকার সম্প্রীতি বন্ধনের সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।।

অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
মুক্তিযদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক বলেছেন আওয়ামীলীগ সরকার সম্প্রীতি বন্ধনের সরকার। আওয়ামীলীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে সকল ধর্মের মানুষের সম্প্রতি রক্ষা করেছে। বোয়ালী ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন।
গোলয়া সার্বজনীন দুর্গা মন্দির, বোয়ালী দুর্গা মন্দির রঘুনাথপুর রক্ষিত বাড়ির দুর্গা মন্দির
শিমুলচালা সার্বজনীন আদিবাসী দুর্গা মন্দির শ্রীপুর সার্বজনীন দুর্গা মন্দির, গাছবাড়ী সার্বজনীন দুর্গা মন্দির, গাছবাড়ি পঞ্চবটি সার্বজনীন দুর্গা মন্দির বর্মন পাড়া সর্বজনীন দুর্গা মন্দির নয়াপাড়া সার্বজনীন কেন্দ্রীয় মন্দির সোনাতলা দুর্গা মন্দির সহ বিভিন্ন পুজা মন্দির তিনি পরিদর্শন করেন ও সনাতনধর্মের মানুষের সাথে মতবিনিময় করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক বিভিন্ন মন্দির পরিদর্শনের সময় সাথে ছিলেন বোয়ালী ইউপি সাবেক চেয়ারম্যান ও বোয়ালী আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন, বোয়ালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফরিদ আহমেদ, বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন খান, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ সহ নেতৃবৃন্দ।
আজ সোমবার মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা পালন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। শাস্ত্রমতে মহানবমী হলো অসুরিক শক্তি বধের বিজয়ের দিন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২