প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৩, ১২:১০ পি.এম
আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর ও মালামাল লুট।।

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এক আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা করেছে একই দলের প্রতিপক্ষের লোকেরা। এসময় তারা সে বাড়িতে ব্যাপক ভাংচুরসহ গরু ছাগল ও অন্যান্য মালামাল লুটে নেয়। গত বুধবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাও এলাকায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকুর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
আবুল বাশার টুকু জানান , আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি এমপি প্রার্থী শাজাহান ভূইয়ার প্রতি সমর্থক দেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে বর্তমান সাংসদের সমর্থিত ১০০/১২০ জন মিলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। এসময় হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাংচুরসহ একটি গরু, একটি ছাগল, খামারের মুরগী, চালসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুটে নেয়।
এ ব্যাপারে এমপি প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সস্পাদক শাহাজান ভূইয়া বলেন, রাজনৈতিক শিষ্টাচার ভুলে কেবল মাত্র আমাদের প্রচার প্রচারনা থামিয়ে দিতে এমপির লোকজন তার নেতাকর্মীদের বাড়িতে হামলা লুটপাট করে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে। তিনি এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২