মোঃ আসিফুজ্জামান আসিফ
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
দেশপ্রেমিক সেনাবাহিনী- পুলিশ- বিজিবি- র্যাবকে গুম ও নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন- আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই। তালিকা হচ্ছে। ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর- পুলিশের- র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড- গুম ও অত্যাচারে জড়িত হওয়ার সাহস না করে।
আজ -রোববার- সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন- তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। তাদের কাছে হুকুম যত বড় কর্তৃপক্ষের কাছ থেকেই আসুক না কেন- তারা তা উপেক্ষা করবে। ভবিষ্যতে উপরওয়ালার হুকুমে এমন ঘৃণ্য কাজ করতে বাধ্য হয়েছে- এমন ব্যাখ্যা কারো কাছে গৃহীত না হয়- তার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন- আমি দেশরক্ষা বাহিনী- পুলিশ বাহিনী ও অন্যান্য সব বাহিনীকে নির্দেশ দিয়েছি- তারা তাদের মধ্যে যারা হত্যাকাণ্ড- গুম- খুন বা শারিরিক- মানসিক অত্যাচারে সরাসরি জড়িত- তাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করতে।
প্রধান উপদেষ্টা বলেন- যারা গুম হয়েছে- হত্যার শিকার হয়েছে- তাদের তালিকা প্রস্তুত করতে। তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনতে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখব। আমি সব দেশরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের ওপর জনগণের সম্পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮