প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১১:৫১ এ.এম
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন কমিটি গঠন।।
ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ -আইইবি- চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সদস্যদের উদ্যোগে মতবিনিময় সভা ১০ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মমিনুল হক- এফ-৫৪৮১ । মতবিনিময় সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রকৌশলী বৃন্দসহ সাধারণ প্রকৌশলী উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় অধিক সংখ্যক আইইবি এর সদস্য উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রকৌশলীগন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
সভায় আই ই বি চট্টগ্রাম কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করা হয় এবং সভায় উপস্থিত প্রকৌশলীগনের সর্বসম্মতিক্রমে উক্ত কমিটিকে মনোনয়ন প্রদান করা হয়।
আই ই বি- চট্টগ্রাম কেন্দ্রের এক্সিকিউটিভ হিসাবে মনোনীত হন : চেয়ারম্যান -প্রকৌশলী মনজারে খোরশেদ আলম- এফ-৩০৯৪- ভাইস চেয়ারম্যান -একাডেমিক এন্ড এইচ আর ডি-প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন- এফ-৬৩৭৩- ভাইস চেয়ারম্যান -এডমিন- প্রফেশনাল এন্ড এস ডব্লিউ- প্রকৌশলী রফিকুল ইসলাম- এফ-৬৭৮১- সম্মানী সম্পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান-এফ-১২৬৮৭।
এছাড়াও কেন্দ্রের সদস্যবৃন্দের মধ্যে থেকে ০৫ জন সেন্ট্রাল কাউন্সিল মেম্বার- ৩০ জন লোকাল কাউন্সিল মেম্বার- ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের নির্বাহী কমিটি এবং এক্সিকিউটিভ মেম্বার মনোনয়ন প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২