শওকত আলম, কক্সবাজার
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে কক্সবাজার শহরের দুইটি বিরানি হাউসকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২১ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে 'হাজী কাচ্চি ঘর' ও 'আরেকটি বিরানি হাউস'-এ তীব্র নোংরা পরিবেশ, খাবার তৈরির অনুপযুক্ত উপকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি পাওয়া যায়।
এসময় হাজী কাচ্চি ঘরকে ৪০ হাজার এবং অপর বিরানি হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য বিবেচনায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮