দৈনিক আজকের বাংলা ডেস্ক,
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ‘মাশরুম খুন’ নামে পরিচিত আলোচিত মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এরিন প্যাটারসন নামে এক নারী। আদালতের রায়ে বলা হয়েছে, তিনি স্বামীর পরিবারকে গরুর মাংসের বিফ ওয়েলিংটন খাওয়ানোর সময় এতে বিষাক্ত মাশরুম মিশিয়ে তিনজনকে হত্যা করেন এবং আরেকজনকে হত্যার চেষ্টা চালান।
কি ঘটেছিল সেই দিন?
২০২৩ সালের জুলাইয়ে প্যাটারসন তাঁর বাড়িতে এক পারিবারিক দুপুরের খাবারের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন স্বামীর বাবা-মা ডন ও গেইল প্যাটারসন, খালা হিদার এবং খালু ইয়ান। খাবার খাওয়ার সময় হাসি-আনন্দ এবং প্রার্থনার মধ্যেই চলছিল। কিন্তু সেই খাবার খাওয়ার পরের এক সপ্তাহের মধ্যে তিনজন মারা যান। সৌভাগ্যক্রমে ইয়ান বেঁচে যান।
মাশরুমের বিষক্রিয়া
‘ডেথ ক্যাপ’ মাশরুম খেয়ে শরীরে প্রবেশ করে অ্যামাটক্সিন নামের বিষ, যা অঙ্গ-প্রত্যঙ্গকে ধীরে ধীরে অচল করে দেয়। চিকিৎসকরা জানান, বিষক্রিয়ার শিকার হলে বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকে না।
তদন্তের ফলাফল
তদন্তে বেরিয়ে আসে, প্যাটারসন আগে থেকেই ডেথ ক্যাপ মাশরুম সম্পর্কে তথ্য খুঁজছিলেন। তাঁর বাড়ি থেকে ফুড ডিহাইড্রেটর উদ্ধার হয়, যেখানে বিষাক্ত মাশরুমের নমুনা মেলে। এমনকি, তিনি ক্যানসারে আক্রান্ত বলে মিথ্যা গল্প সাজিয়ে আত্মীয়দের খাওয়ার দাওয়াতে ডাকেন।
আদালতের রায়
দুই মাসের বেশি সময় ধরে চলা শুনানির পর ১২ সদস্যের জুরি বোর্ড তাঁকে তিনজনকে হত্যার এবং একজনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে। তবে এরিন প্যাটারসনের দাবি, এটি একটি দুর্ঘটনা এবং তিনি ইচ্ছাকৃতভাবে কোনো বিষ মেশাননি।
কে এই এরিন প্যাটারসন?
এরিন দুই সন্তানের মা। তিনি গ্রামীণ সমাজে বেশ সক্রিয় ছিলেন। গির্জার ভিডিও করা, নিউজলেটার সম্পাদনা করা এবং অপরাধমূলক কেস নিয়ে আগ্রহ দেখানোই ছিল তাঁর শখ।
পরবর্তী পদক্ষেপ
এরিন প্যাটারসনের শাস্তি ঘোষণার তারিখ শিগগিরই আদালত ঠিক করবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮