মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রথমবারের মতো অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে গঠিত হচ্ছে ‘শিক্ষা সারথি’ তহবিল। এ উদ্যোগকে কার্যকর ও শক্তিশালী করতে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ খান
এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুবহান মুন্সি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গিয়াস উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা প্রিয়াংকা বিশ্বাস, কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) তানবিন হাসান শুভ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইমরান হোসেন সহ উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক জনপ্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় সমাজসেবী ও সংগঠনের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান বলেন,“এই তহবিলের মূল লক্ষ্য হলো অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যেন তার লেখাপড়া থেকে পিছিয়ে না পড়ে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যদি আন্তরিকভাবে এগিয়ে আসেন তাহলে আমরা অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ আলোকিত করতে পারবো। শিক্ষা শুধু ব্যক্তিকে নয়,একটি পরিবার,সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যায়। তাই ‘শিক্ষা সারথি’ তহবিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার পথ আরও মজবুত করবে। এই তহবিলের মাধ্যমে স্কুল-কলেজ পর্যায়ের দরিদ্র, অসচ্ছল, অনাথ ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ সরবরাহ ও পরামর্শ সেবা দেওয়া হবে।
এসময় তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন শুধু পাঠ্যপুস্তক বা ক্লাস কার্যক্রমে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীর জীবনমান মানসিক বিকাশ এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করাও প্রয়োজন। তাই তহবিলকে স্বচ্ছ ও সুশাসিতভাবে পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮