প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৪:২৭ পি.এম
অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
আঞ্চলিক তথ্য অফিস -পিআইডি- চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা’ বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকালে চট্টগ্রাম পিআইডি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসানের সভাপতিত্বে এবং তথ্য অফিসার জি. এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায়
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। এছাড়াও নয়া দিগন্তের ব্যুরো প্রধান নূরল মোস্তাফা কাজী, দৈনিক কর্ণফুলীর নির্বাহী সম্পাদক মোহাম্মদ উল্লাহ- বিটিভি নিউজ প্রোডিউসার মোঃ আমজাদ হোসেন- দৈনিক পূর্বকোণের সিনিয়র ফটোগ্রাফার মিয়া আলতাফ, চট্টগ্রাম প্রতিদিনের সহ-সম্পাদক দেবজ্যোতি চক্রবর্তী, সংবাদ সংস্থা এনএনবি চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি রনজিত কুমার শীল বক্তৃতা করেন।
উপপ্রধান তথ্য অফিসার সুশাসন ও জিআরএস সফটওয়্যার এবং অভিযোগ প্রতিকার ও পিআইডি কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি চট্টগ্রাম পিআইডি’র প্রদানকৃত সেবার মান আরো কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে সাংবাদিকদের থেকে বিভিন্ন মতামত গ্রহণ করেন। পিআইডির কার্যক্রমকে আরো বেশি গ্রহণযোগ্য করতে ফটো কভারেজের পাশাপাশি ভিডিও ক্লিপ সংগ্রহের কাজ শুরু করা সময়ের দাবি বলে বক্তারা দাবি করেন। এতে করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার সংবাদ আরো দ্রুত সময়ে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে উপস্থিত সাংবাদিকরা প্রত্যাশা ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২