স্টাফ রিপোর্টার, নাদিম সরকার
অভিযান ০১:
আজ ঢাকা জেলার খিলগাও থানাধীন নন্দীপাড়া গোলাবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকার আশেপাশে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ একটি অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানের নেতৃত্ব প্রদান করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এবং সর্বাত্মক সহযোগিতা করে তিতাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অভিযানে প্রায় ৪০টি বাড়ির ১২০টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ২,৫২০ সিএফটি অবৈধ গ্যাসের ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে। এসময় ৪টি ডাবল বার্নারের চুলাও জব্দ করা হয়।
এছাড়া দুইটি ওয়াশিং প্লান্ট এ অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় ১ ইঞ্চির সার্ভিসটি ডাউন দিয়ে সংযোগ দুটি কিল করা হয়। এতে ঘন্টা প্রতি ১২০০ সিএফটি অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে। অভিযানে ২০০ ফুট পাইপ জব্দ করা হয়।
এছাড়াও আবাসিক শ্রেণির একজন অবৈধ গ্রাহককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
অভিযান ০২:
জোবিঅ-টাংগাইল, আবিবি-চন্দ্রা-এর সহযোগিতায় আজ হিজলতলী, কালিয়াকৈর, গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে ২টি স্পটের মোট ৫০টি আধাপাকা বাড়ি ও ২টি ভবনের অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নসহ হাউজলাইন অপসারণ করা হয় ও অবৈধ সরঞ্জামসমূহ জব্দ করা হয়। এতে মোট ৪৬টি অবৈধ চুলার বিপরীতে ঘন্টাপ্রতি ৯৬৬ ঘনফুট সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়েছে।
এসময় ৩/৪ ইঞ্চি ব্যাসের ১৭০ ফুট পাইপলাইন ও ১ ইঞ্চি ব্যাসের ১০ ফুট পাইপলাইন অপসারণপূর্বক জব্দ করা হয়েছে।
অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪টি মামলায় মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮