চঞ্চল,
দীর্ঘদিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না লালমনিরহাটের আলোচিত কলেজছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি মো. নাঈম ইসলামের (২২)। নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব। একই অভিযানে অপহৃত ওই ছাত্রীকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, লালমনিরহাটের বালাটারী এলাকার মিন্টু মিয়ার ছেলে নাঈম ওই কলেজছাত্রীকে যাতায়াতের পথে নিয়মিত উত্ত্যক্ত করত। পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও সে কর্ণপাত করেনি, উল্টো প্রাণনাশের হুমকি দিত। গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে কলেজে যাওয়ার পথে সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসযোগে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নাঈম। এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভিকটিমের মা।
ঘটনার পর থেকে নাঈম চতুরতার সাথে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ (রংপুর) ও র্যাব-১১ (নারায়ণগঞ্জ) গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিবু মার্কেট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। রাত সোয়া ৯টার দিকে অভিযানকারী দলটি নাঈমকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধারকৃত ছাত্রী এবং গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণ ও নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮