মোঃ আসিফুজ্জামান আসিফ সিনিয়র ষ্টাফ রিপোর্টার
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির প্রভাবশালী সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু
আজ ৩ জানুয়ারী ২০২৫ ইং- এক প্রেস বিজ্ঞপ্তিতে এক বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস হল, কিন্তু গুরুত্বপূর্ণ কোন সংস্কারের আন্তরিকভাবে কোন উদ্যোগ দেখা যাচ্ছে নেই ।
বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেননি।দেশে প্রতিনিয়ত চাঁদাবাজি, ছিনতাই,রাহাজানি,হত্যা,চুরি,ডাকাতি বেরেই চলছে। বিভিন্ন মহলের সরকারি দপ্তরে সৈরাচার সরকারের নিয়োগপ্রাপ্তরা বহাল তবিয়তে রয়েছে। ঘুষ বানিজ্য পূর্বের ন্যায় বিরাজমান।বাজার সিন্ডিকেটে বিগত স্বৈরশাসক গোষ্ঠীর অনুসারীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সিন্ডিকেটের কর্ণধারগনের জন্য কৃষকের ন্যায্য ফসলের মূল্য পাচ্ছে না।কৃষকের হাহাকার আহাজারি বিরাজমান।সল্প আয়ের মানুষের বর্তমান দুর্রমূল্যের বাজারে পন্যেসামগ্রী ক্রয়ক্ষমতার বাইরে। গত ৬ মাসে প্রায় ২০ লক্ষধীক মানুষের কর্মসংস্থান হারিয়ে বেকারত্ব লাভ করছে।দিনে দিন বাংলাদেশের মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে এসছে।শিল্প কলকারখানায় পরিস্থিতি বেশকিছুটা সাভাবিক হলেও শিল্প শ্রমিকের মনে সস্তি ফিরে আসে নি। শ্রমিকের দৈনন্দিন,মাসিক আয়ে একটি শ্রমিকের পরিবার চলা সম্ভব না। দেশের প্রতিটি মানুষ ঋণগ্রস্ত হয়ে পরছে প্রতিনিয়ত। এজন্য সরকারের উচিৎ হবে শ্রমিক,নিম্ন আয়ের মানুষকে প্রতি মাসে ৮ হাজার টাকা সহায়তা করা।
তিনি এসময় বলেন, ছাত্র-শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের সাফল্য এনেছে বটে। জুলাই অভ্যুত্থানের শ্রমিকদের বড় অবদান আছে কিন্তু শ্রমিকদের সৃকৃতি এখনো মেলেনি। দেশে এখনো বৈষম্য কমেনি।অন্তর্বতীকালিন সরকারের দায়িত্ব প্রয়োজনীয় সংষ্কার করে অতি সত্তর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করা।তিনি আরও উল্লেখ করে বলেন অনির্বাচিত সরকার কখনো সুষ্ঠ পরিপূর্ণ দেশ চালানো সম্ভব না বলে জানান শ্রমিক জননেতা অরবিন্দু বেপারী বিন্দু।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮