স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের তাড়াশে অটোভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মো. মাহালম হোসেন (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার বারুহাস-তালম আঞ্চলিক সড়কের সান্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহালম হোসেন সান্দ্রা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যান মো. ময়নুল হক ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় সকাল ৯টার দিকে কৃষক মাহালম হোসেন বাজার করার উদ্দ্যেশে অটো রিক্সাযোগে বারুহাস বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সান্দ্রা গ্রাম মোড়ে একটি দ্রুতগামী ট্রলির তাঁকে বহন করার অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুত্বর আহত হন।
এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে পথের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮