
মোঃ ফারুক মিয়া- সিলেট।।
তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় শুক্রবার সন্ধ্যায় । মজুমদারী-লিচুবাগান- সৈয়দ মুগনী- খাসদবীর এর একাংশ নিয়ে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজন করে দিনব্যাপী ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আবাসিক সার্জন- নাক-কান-গলা বিভাগ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদস্য- আহবায়ক কমিটি ডা: মো: আব্দুল হাফিজ শাফি শাফি সঞ্চালনায় ও তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক মফিজুর রহমান বারেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আব্দুন নাসের খান- বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোল্ডেন ড্রীম ইউকের চেয়ারপার্সন ইউকে প্রবাসী কামরুন্নেসা খানম শোভা মতিন-সিলেট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম- ভাইস প্রেসিডেন্ট আটাব বাংলাদেশ চেয়ারম্যান সিলেট জোনের জিয়াউর রহমান খান রেজওয়ান-জেলা ব্যবস্থাপক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের শাহনেওয়াজ মজুমদার- উপ-পরিচালক জেলা তথ্য অফিসের মো: সালাহ উদ্দিন- জেলা সমাজ সেবা কার্যালয় উপ-পরিচালক মো: আব্দুর রফিক।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আব্দুন নাসের খান বলেন, তরুণরা এরকম ভাবে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এসব তরুণদের কাজে লাগাতে হবে। বিভিন্ন সরকারি ট্রেনিং রয়েছে এগুলো নিলে সমাজের অনেকে বেকারত্ব দূরীকরণ থেকে বেরিয়ে এসে কর্মসংস্থান হবে তাদের। এছাড়াও আমরা লন্ডন অমেরিকা নয় শুধু পৃথিবীর অন্যান্য দেশে অনেক কাজের সুযোগ রয়েছে তবে যে দেশে যাবে সেই দেশের ভাষা এবং কাজ শিখে গেলে অনেক টাকা উপার্জন করতে পারবে। এছাড়াও তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার লাইব্রেরী ও একটি ট্রেনিং সেন্টারের জন্য মন্ত্রণালয়ের মাধ্যমে যতটুকু সহযোগিতা প্রয়োজন সেটুকু করার জন্য আশ্বাস প্রদান করেন।
তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগী ও খেলাধুলায় বিজয়ী মধ্যে ক্রেষ্ট ও সার্টিফিকেট তোলে দেন অতিথিবৃন্দরা।