
স্টাফ রিপোর্টার ভোলা।।
১৫ দিনেও সন্ধান মেলেনি গত ১৭ই আগষ্ট সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া ভোলার বোরহানউদ্দিনের জেলে মিলন খাঁনের। এখন প্রতিনিয়ত স্ত্রী সন্তানের আর্তনাদে ভারী হয়ে উঠেছে সেখানকার আকাশ- বাতাস । দিন যতোই যাচ্ছে উদ্বেগ,আতংক আর উৎকণ্ঠা বেড়েই চলেছে পরিবারের সদস্যদের মধ্যে। শোকের মাতম বইছে ওই জেলে পরিবারে। মিলন ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ডের বেড়িবাধের উপর বসবাসকারী বাসিন্দা।
মিলন খানের স্ত্রী ঝিনু বেগম বলেন,
গত (১৭ আগস্ট) বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়ের কারণে সাগর উত্তাল হয়ে পড়ে। ওই রাতে সাগরে অবস্থানরত জেলেদের নৌকাডুবি সহ অনেক জেলে নিখোঁজ হন। কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার উদ্ধার অভিযানে অনেক জেলে বিভিন্ন স্থান থেকে উদ্ধার হন। তবে এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি আমার স্বামী মিলনের।
ঝিনু বেগম আরো বলেন,বাউফল উপজেলার মমিন পুর ঘাটের আলম গাজীর ফিসিং বোর্টে মাল্লা হিসেবে সাগরে মাছ ধরতে যায় আমার স্বামী । তাদের বোর্টে ১৩ জন মাঝিমাল্লা ছিল। ১৮ ই আগষ্ট সাগরে মাছ ধরা অবস্থায় ইঞ্জিল চালিত বড় ট্রলার (ফিশিং বোর্ট) ডুবে যায়। ওই ট্রলারের সবাই উদ্ধার হলে ও আমার স্বামী মিলনকে পাওয়া যাচ্ছে না। যে কইরাই হোক,যেইহান তনেই হোক আমার স্বামীরে আইনা দেওনের ব্যবস্থা করেন। অহন আমার সন্তানদের কি অবস্থা অইবো? অগরে কে খাওয়াইবো? কে করবো অগো ভরণপোষণরে আল্লাহ। আমার কপালটা এতোই খারাপ তুমি রাখলা খোদা? আমার কি অপরাধ ছিলো মাওলা? আমার পাপের শাস্তি তুমি এই অবুঝ পোলাপাইনেরে কিয়ারে দিতাছো? বাঁচন্যা না অইলেও মরা আমার স্বামীডার লাশটা আমাগোরে ফিরাইয়া দেনগো আল্লাহ।যাতে পোলাপাইনগুলা অন্তত্ব বাপের কবরডা দ্যাইখা মন্ডারে এট্রু বুঝাইবার পারে। এমনিভাবে বিলাপ দিয়ে প্রতি দিন বোরহানউদ্দিনের আকাশ- বাতাস ভারী করে তুলছে গত ১৭ই আগষ্ট নদীতে মাছ ধরতে গিয়ে এখনো নিখোঁজ জেলে মিলনের স্ত্রী ঝিনু বেগম।