
তিতাস (কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় সড়ক দুর্ঘটনায় আহত ইয়াসিন মিয়া (১৭) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।হোসনা বেগম নামের আরেকজনকে ঢাকার পঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ইয়াসিন ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের এস এসসি পরীক্ষার্থী ও
উপজেলার শ্রীপুর গ্রামের প্রবাসি নুরুল ইসলামের ছেলে ও আহত হোসনা বেগম বাকসিতারামপুর গ্রামে মো. রাশেদ মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার নিহত ইয়াসিন তার বড় ভাইকে এয়ারপোর্টে এগিয়ে দিয়ে গৌরিপুর থেকে সিএনজি যোগে বাড়ি আসার পথে হোমনা ব্র্যাক ব্যাংকের সামনের সড়কে সিএনজি ও নসিমন সংঘর্ষে ইয়াসিন ও হোসনা বেগম গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হোমনা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।পরে রাত ৭টার দিকে মেডিকেল কলেজ হাসপাতাল ইয়াসিনের মৃত্যু হয়। এবং হোসনা বেগমকে ঢাকার পঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল্লাহ জানান, আহত ইয়াসিন ও হোসনা বেগমকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে রেফার করা হয়।