তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি ইংরেজি শিক্ষক চন্ডির চর নয়াকান্দি- ভাষানিয়া ইউনিয়নের আমিনুল ইসলাম -রেজাউল মাস্টার- এর গ্রামের বাড়িতে ২৯ আগস্ট বৃহস্পতিবার রাতের আঁধারে ধারালো অস্ত্র দিয়ে তার বসত ঘর- বাথরুমের দরজা ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে রেজালউল মাস্টার জানায় আমার সাথে পূর্ব শত্রুতার জের ধরে কিছু দুষ্কৃতীকারি লোক এই ঘটনা করতে পারে বলে আশঙ্কা করি। দুর্বৃত্তরা যেই কোন সময় আমার বাড়ি ঘর পুড়িরে ছাই করে দিবে বলে পূর্বে এমন অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছিল। ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পঞ্চায়েত তা মিমাংসা করেন। একই ঘটনা ৫ ই আগস্ট ও ২৯ আগস্ট বৃহস্পতিবার রাতে ঘটায়। আমি এলাকার নেতৃত্ব স্থানীয় লোকদেরকে জানিয়ে আইনের আশ্রয় গ্রহণ করি।
প্রশাসনের নিরপেক্ষ তদন্তে এই ঘটনার আসল রহস্য উদঘাটন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।অত্র এলাকার সচেতন নাগরিকগণ জানায় রেজাউল মাস্টার একজন আদর্শ শিক্ষক ও সমাজের শান্তিপ্রিয় ব্যক্তিত্ব তার বসতবাড়িতে এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।