কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি।।
দেশের বাজারে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমূখী হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে কাঁচা মরিচের আমদানি। বাজার নিয়ন্ত্রনে রাখতে আমদানিকারকরা আমদানি বাড়িয়ে দিয়েছেন বলে জানান। কয়েকদিন আগে প্রতিকেজি কাঁচা মরিচ ২০০ টাকা বিক্রি হলেও আমাদানি বাড়ার সাথে সাথে সেই মরিচ শুক্রবার -৫ জুলাই- বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে। হিলি বাজার ব্যবসায়ীরা বলছেন, দেশে বন্যার কারণে কাঁচা মরিচের দাম কিছুটা বেড়েছে। আর ক্রেতা বলছেন- হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। দাম কমানোর আহবান জানান সংশ্লিষ্টরা।
বাজার করতে আসা মো. মাজেদুল ইসলাম বলেন, বাজারে এসেছি কিছু কাঁচাবাজার করতে- দুঃখের বিষয় হলেও কিছু করার নাই । কিছুদিন আগে প্রতিকেজি কাঁচামরিচ ৬০ টাকা দরে বিক্রি হলেও সেই কাঁচা মরিচ বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে। দুই দিন আগে কাঁচামিরিচ বক্রি হয়েছিলো ২০০ টাকা কেজি দরে। ভারত থেকে কাঁচামরিচের আমদানি বাড়ায় কিছুটা দাম কমেছে। এই ভাবে দাম বাড়লে কি করে বাজার করবে মানুষ।
আরেক ক্রেতা মোছা. খাদিজা আক্তার বলেন, বাজার করতে আসছি কিন্তু বাজারে জিনিসপত্রের দাম যেন কমছে না। অন্যান্য তরকারির সাথে কয়েক ধাপে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে । আজকে বাজারে কাঁচামরিচ প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকা কেজি দরে। এইভাবে দাম বাড়লে সাধারণ মানুষ কি করে চলবে। এদিকে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়লে বর্তমান বাজারে কাঁচামরিচের দাম আরও কমে আসবে বলে জানান ব্যবসায়িরা।
হিলি বাজারের পাইকারি কাঁচামরিচ ব্যবসায়ি মো. শাকিল হোসেন বলেন, এক সপ্তাহ আগে দেশি কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা দরে। বর্তমান দেশে বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে কাঁচা-মরিচের সঙ্কট দেখা দিয়েছে । যার কারনে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়ায় কিছুটা কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। বর্তমান বাজারে ভারতীয় কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকা কেজি দরে। দুইদিন আগে ভারতীয় কাঁচামরিচ বিক্রি হয়েছে ২শ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রæপের সভাপতি মো. হারুন উর রশিদ হারুন বলেন- বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। যার কারণে কাঁচামরিচের দাম বেড়েছে। বর্তমান কাঁচামরিচের বাজার নিয়ন্ত্রণ রাখতে ভারতের বিভিন্ন এলাকা থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে এবং কয়েক দিনের তুলনায় আমদানি অনেটায় বেড়েছে। আগে প্রতিদিন ৩ থেকে ৪ ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও বর্তমান তা বেড়ে ১০ ট্রাকে আমদানি হচ্ছে ।
হারুন উর রশিদ আরও বলেন- গতকাল বৃহস্পতিবার -৪ জুলাই- একদিনে ১৩ ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে। আমদানি এভাবে বাড়তে থাকলে মরিচের দাম আরো কমে আসবে বলে মনে করেন তিনি।
হিলি বন্দরের হিসাব মতে- গত ২৩ মে থেকে ৪ জুলাই পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ১৮৭ টি ট্রাকে ১ হাজার ৭২৩ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে ভারত থেকে।