কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি।।
কোটা সংস্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল ।
উপজেলা ও পৌর যুবদল এর আয়োজনে আজ বুধবার বিকেল ৫টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হিলি বাজার ও হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা কোটা সংস্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে গুলি চালিয়ে শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের দাবী জানান বক্তারা। এসময় সেখানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন- পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান- সাধারন সম্পাদক নাজমুল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।