মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
হাটহাজারীতে বিদ্যুৎ স্পৃষ্টে পিও শীল -৩৫- নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার -১৯ নভেম্বর- দিবাগত রাত দশটার উপজেলার ধলই ইউনিয়নের ৮ নং ওয়াডস্থ এনায়েতপুরের শীল পাড়ায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়- সোমবার রাতে নব নির্মিত ঘরের জানালা বন্ধ করতে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় দুই সন্তানের জননী পিও শীল । সে ওই এলাকার জিশু শীলের স্ত্রী।
নিহতের নিকট আত্নীয় মির্জাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুপেন শীল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ -ওসি- হাবিবুর রহমান জানান- বিষয়টি জানতে পারলাম। আমি বিস্তারিত খবর নিয়ে দেখছি।

























