
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এজিএস পদে বিজয়ী হয়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দুই কৃতি শিক্ষার্থী — সার্জেন্ট জহুরুল হক হলের ফারহাজ বিন নুর নিশান ও শহীদ মাস্টারদা সূর্যসেন হলের মুহাম্মাদ রিয়াজুদ্দিন সাকিব। তাদের এই গৌরবময় বিজয়ে হাটহাজারীজুড়ে আনন্দের জোয়ার বইছে।
হাটহাজারীর মির্জাপুর আদর্শ সমাজ কল্যাণ পরিষদ এই দুই মেধাবী তরুণকে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে। রবিবার বিকেলে মির্জাপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নুর-চ্ছফা, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল কাসেম, মির্জাপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নূর খালেক শহীদ, নুরুল আলম, আবু রাহেল ফয়সালসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, “ডাকসুর মতো মর্যাদাপূর্ণ নির্বাচনে হাটহাজারীর দুই শিক্ষার্থীর বিজয় আমাদের গর্বিত করেছে। তাদের সাফল্য আগামী প্রজন্মকে শিক্ষা, নেতৃত্ব এবং সমাজসেবায় অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা এবং স্মারক উপহার প্রদান করা হয়। পুরো সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মির্জাপুর আদর্শ সমাজ কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের সহযোগিতা, বিনামূল্যে চিকিৎসা, খৎনা এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

























