
মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
এসো দেশ বদলাই- পৃথিবী বদলাই” এ শ্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারীতে তারুণ্যের উৎসব- ২০২৫ এর এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার- ৩০ ডিসেম্বর- বিকাল ৩টায় হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ বর্ণাঢ্য র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রাম- রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে কলেজ গেট ও শহীদ মিনার অতিক্রম করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামানের সভাপতিত্বে তারুণ্যের উৎসব ২০২৫ বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহন করেন হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম- সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী- হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল বাশার- হাটহাজারী পৌর জামায়াত ও বিএনপি নেতৃবৃন্দ- উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন- পৌরসভার কর্মকর্তাবৃন্দ- এলাকার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।