
মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
হাটহাজারীতে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার -২৯ ডিসেম্বর- বিকালের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের পশ্চিমে উপজেলা সহকারী কমিশনার -ভূমি- লুৎফুন নাহার শারমীন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত এলাকার ইট ভাটায় গিয়ে খবরের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা- পরিবেশগত ছারপত্র ও মাটি কাটার অনুমতি না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন -নিয়ন্ত্রণ- আইন ২০১৩ এর ১৫ ধারায় জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ডায়মন্ড অটো ব্রিক ফিল্ডকে ১ লক্ষ টাকা- সাখাওয়াত শিমূলের মালিকানাধীন এমবি ব্রিক ফিল্ড এবং ইয়াকুব কোম্পানির মালিকানাধীন জেনারেল ব্রিক ফিল্ডকে ৫০ হাজার করে একলাখ টাকাসহ তিন ইটভাটাকে সর্বমোট দুই লক্ষ টাকা জরিমানা করে ডিসিআরের মাধ্যমে তা আদায় করা হয়। সাথে সাথে ভবিষ্যতের জন্য তাদের সতর্কও করা হয়।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট জান্নাতুল ফেরদৌস এবং হাটহাজারী মডেল থানার পুলিশের একটি দল সাথে থেকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি লুৎফর নাহার শারমিন অভিযানের সত্যতা স্বীকার করে রবিবার রাত সাড়ে আটটার দিকে এ প্রতিবেদককে জানান- পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।