
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, প্রতিনিধি
হাটহাজারীতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ টি পরিবার নিস্ব হয়ে গেছে।
সোমবার -২৭ জানুয়ারী- প্রায় একটার দিকে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ফয়েজুল্লাহ সারাং বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন ওই বাড়ীর মো.আলী, শরিফ, আবু তৈয়ব, সুজন, তৌহিদুল, শুকুর, ফারুক, শহিদুল,পারভেজ, মো. সালাউদ্দিন, মো.দিদার, মো.এমদাত, মো.সেলিম, মো.ইসলাম, আবু বক্কর।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে হঠাৎ করে ওই বাড়ীতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আশপাশের অনেক ঘরবাড়ি আগুনের হাত থেকে রক্ষা পায়। তবে ফাযার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ওই বাড়ীর নাম উল্লেখ করা আটজনসহ অন্তত বারো জনের বিভিন্ন পরিমাপের কাচা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে পরনের কাপড় ছাড়া ঘরে রক্ষিত তাদের সমস্ত আসবাবপত্রও পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহীকর্মকর্তা এবিএম মশিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে দুর্গতদের ১২ পরিবারের প্রত্যেককে নগদ অর্থ ও কম্বল প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।
এদিকে উপজেলার চারিয়া মুছার দোকান এলাকার বনীকপাড়ার বাবুল চন্দ্র রায়ের মালিকানাধীন ১টি খড়ের গাদায় সিগারেটের অবশিষ্টাংশ থেকে সোমবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
হাটহাজারী ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান এবং অগ্নিকান্ডের কারন তদন্তাধীন আছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।